Wednesday, January 26, 2011

শতাব্দী শেষ হোক

শতাব্দী শেষ হোক

তারপর

তোমাকে বলা যাবে এক কথা।

এ ভাবে কবিতা হয়না

এ ভাবে বাক্য হয়না।


স্বরযন্ত্র ওঠে নামে।

মৃদুমায় কাঁপে

কার শ্রবণেও কাঁপন ওঠায়

এতদূর পর্যন্ত সফল

অর্থহীন হয়ে ওঠে তবু

যখন স্মরণে আসে

ঘরবন্দী বিকেলে

এ ভাবে আকাশেও নাচন তুলেছিল

ভ্রান্ত রংধনু।

শেষাহ্নে মিলালো অপ্রসারী।

শতাব্দী শেষ হোক।


শত বর্ষের দৃষ্টি, শ্রবণ আর

অনুভূতি নিয়ে

সৃষ্ট নীড়-নির্জনতায়

স্বরযন্ত্র বিশুদ্ধ হবে

সঙ্গতি হবে বাক্যে এবং ভাবনায়।


আমি যা প্রকাশ করি

যথাযথ নয় সে আমার

হৃদয়ের শব্দের।


খোলা জানালা দিয়ে তৃষ্ণায় শুষে

নেওয়া বহুদিন পরের

এক দিগন্ত বাতাসের কোন

প্রতিশব্দ নেই আজো।

আমিও জানিনা তাই।


শতবর্ষ ধরে

সংগতি আসুক।

তারপর তোমাকে বলা যাবে

সেই কথা।

শতাব্দী শেষ হোক।

১৯৮৯/০৭/২৬


No comments:

Post a Comment