রয়ে গেছে
অস্পর্শী এক দিগন্ত পথ
পদচিহ্ন নেই
কোথাও সেখানে চিন্তার রেখা নেই।
সার সার বৃক্ষ মাথা উঁচু করে ধৃষ্টতা প্রকাশ করে।
অজেয়তার গল্প তাদের
পরম্পরায়।
রক্তিম প্রবাহে জ্বলে ওঠে প্রথম – অগ্নি।
আমারো ধৃষ্টতা হবে অতীত- শূন্য
পদক্ষেপ মাড়িয়ে যাবে ঐ দেশ
জয় করা হল এই অজেয়তার
বৃক্ষতর গর্বে।
No comments:
Post a Comment