Monday, January 31, 2011

গণ্ডী ভেঙ্গে

ঘুমন্ত শহরে প্রতিদিন বর্গী আসে
স্বপ্ন চুরি করে লোলচর্ম বৃদ্ধেরা
অলিখিত সন্ধির প্রতাপে।

ঘুমের শিয়রে জাগ্রত দুচোখে
দৃশ্যমান
সাহসের বিনিময়ে স্বর্ণ পড়ে আছে,
চেতনার বিনিময়ে।
স্বর্ণ আর স্বর্ণের আকাঙ্ক্ষা।

দিন এল - সমস্তটা দিন
দৃপ্ত পৃথিবীতে রোদের সন্ধানে
নিকষ রেখারা এসে
অন্ধকার জমা করে
দিবসের বুক চিরে।

মাটির গভীরে দেহে
ভুপৃষ্ঠে দুচোখ পেতে
ক্লান্তিহীন নিষ্পলক
কালো দাগ সরিয়ে সরিয়ে দেখা
দীপ্ত নীলাকাশে দীপ্তি
তবুও, তবুও
আজো এক পাখী
বুকের অতৃপ্ত রোমে রৌদ্র নিয়ে
গণ্ডী ভেঙ্গে চলে
কেন্দ্র ছেড়ে দূরে।

১৯৯০ কোন এক সময়

No comments:

Post a Comment