Thursday, January 27, 2011

নক্ষত্র ও সমুদ্র

সে এক সমুদ্র আছে
নীল তার জলে নাকি
সময়ের ঢেউ ওঠে
ওঠে নামে নোনাজল।
নক্ষত্রের ঝিকিমিকি
ঝলসানো দেহে
নীল স্রোত ফুঁসে ওঠে
শ্বেত শীর্ষে জ্বলে
জ্বলে হাজারো নক্ষত্র।

সমুদ্র তার উত্তল দেহ নিয়ে
এক রূপসীর ভঙ্গিমায়
চেয়েছিল অবতল
নীলাকাশে যেন আঁকা হয়
ঢেউয়ের চুলে ঝিকিমিকি
দূরের নক্ষত্র।

তাই আজো তোমার বুকের ভিতর
সমুদ্র, নীলাকাশ
এবং নক্ষত্রের নিঃসঙ্গতা।

১৯৯০/০২/১৮

No comments:

Post a Comment