Wednesday, January 26, 2011

প্রতীক্ষা

প্রতীক্ষায় কেটে যাবে প্রতীক্ষার কাল।
অবোধ প্রত্যয়ে তুমি
অনন্ত পর্যায়ে ঘোরো
ঘোরো সময়ের বন্দীবৃত্তে।
তথাপি জান কি?
প্রতিক্ষণ কাটেনাতো প্রতীক্ষায় তবু
দূরে যায় আরো দূরে কাটা
দূর কোন প্রতিপাদে।

বিরহ-বৃত্তের ব্যাপ্তি-কেন্দ্রে
মিলনতো কেবলি বিন্দু
শুধু বিন্দু এক।

প্রতিক্ষণ কাটে মিছে ব্যর্থ প্রতীক্ষায়।

১৯৮৯/০৯/২২

No comments:

Post a Comment