Sunday, January 9, 2011

একটি মেয়ে

পত্র শূন্য বৃক্ষতলে
একটি মেয়ে সঙ্গীহীনা
ছিপ ফেলেছে লক্ষ্য বিনা
মৎস্য শূন্য নদীর জলে।

মায়ায় সবুজ জড়িয়ে তাকে
বৃক্ষ দিল নতুন পত্র
মাছ ছড়ালো যত্রতত্র
মৎস্য নারীর ছিপের ডাকে।

১৯৯৩/০১/১৩

No comments:

Post a Comment