Wednesday, January 26, 2011

ঘোর

উত্তরে নামে হিম
দীর্ঘ রাত্রি সন্ধ্যা আদিম
মেপল পাতার ফাঁকে ঘোরের ডালিম
আর
অন্তর্জলির ওপার হতে ভেসে আসেন আব্দুল আলীম।

২০১১/০১/২৬

No comments:

Post a Comment