গভীর নিবিড়তায় যুক্ত পরস্পর এবং কবিতার সাথে
এমন অনেক অবিচ্ছেদ্য স্বত্ত্বাই যখন বিচ্ছিন্ন হয়
হয়তো কবিতার সাথে একাকী রাখেনা কোন সম্পর্ক।
অহরহই মৃত্যু হয় কবিতার উপলক্ষ্য
দুঃসময়ে কবিতাই হবে জানি মৃত্যুর কারণ
তবু মৃত্যুর সাথে কবিতার কি সম্পর্ক?
হৃদয় দেহ, আর তাদেরই ক্ষুধা নিয়ে ভালবাসা সম্পর্কিত
কবিতার সাথে - বিপরীতে কবিতাই তো ভালবাসা
তবু রমণের সাথে কবিতার কি সম্পর্ক?
অক্ষর কবিতা, শব্দ কবিতা, ছন্দ কবিতা
অক্ষর, শব্দ, ছন্দ, কবিতাই কবিতা শুধুই কবিতা
তবু কবির সাথে কবিতার কি সম্পর্ক?
যখন সে চারপাশে মৃত আর মৃত্যু
ভালবাসা আর রমণলিপ্সা সাজিয়ে বসে আছে
চিতাগামী বিধবার মত তখন এই
দ্বিধাগ্রস্ত মানুষের কাছে কেন কবিতার দাবী?
কি সম্পর্ক তবু কবিতার সাথে কবির?
১৯৯০, মনে হয় জুন-জুলাই
No comments:
Post a Comment