বিপ্লবের তৃষ্ণা নিয়ে গৃহী
নিরন্তর দিনযাপনে
একদিন পশ্চাতে দৃষ্টি
অমেয় ক্লান্তিতে খোঁজে
তৃষ্ণার্ত নিঃশ্বাসে অগ্নিমুখী
অগম্য অতীতে
ধূলো ওড়া পথ;
কেননা এখানে বাতাসে দাহন নেই।
ভিক্ষালব্ধ বর্তমান আবারো দুর্ভিক্ষ ডাকে।
একদা নিশিত কণ্ঠে - টের পায়
আজ শুধু অবশেষ তৃষ্ণার জ্বলুনি,
তৃষ্ণা অতিক্রান্ত চোখে।
বিপ্লবী এইসব ম্রিয়মান মৃত চোখ
অকস্মাৎ ফিরে যায়
গৃহের সম্মুখে সুশান্ত জলধি
অথবা বৃক্ষের শাখা,
কড়িকাঠ-
নিষুপ্ত বিপ্লব –
আজ শুধু মৃত্যু কাম্য।
১৯৯৩
No comments:
Post a Comment