Monday, February 21, 2011

সমুদ্র-জাতক

কি শূণ্যতা চারিধারে

ঘন সমুদ্র শুধু আলোড়িত

হৃদয়ের গভীরতা নিয়ে

আছি একা

আছি বন্দী বসবাসে

কোন মৎস্য নারীর শরীর নির্গত

শূন্য বুদ্বুদে।


বুদ্‌বুদে্‌ বাস করি

আর উঠে যাই চাপে, প্রচন্ড চাপে

নিজেকে ফাটিয়ে ফুলে উঠি

জল ছেড়ে স্থলে ক্রমাগত স্থলে

ভয়াবহ কালো শান্তি ছেড়ে

আলো অশান্তিতে।


১৯৯০

No comments:

Post a Comment