Monday, February 21, 2011

দূরবর্তিনী

সমুদ্র এখানে শেষ

রক্তের উত্থানে শুধু

তটবর্তী বিস্তীর্ণ তোমার বেলাভূমি জুড়ে

রক্তিম স্থিতিতে জাগে

তীক্ষ্ণ শিলামুখ।

আঘাতে আঘাতে নিমগ্ন পূর্ণ্যাথী।

এই শেষ স্নান পৃথিবীর শেষ তীর্থে

এই।


বৃত্তবদ্ধ জল নিঃশোষিত।

তারপর – তারপর –

তোমাতে নতুন স্নান,

শীর্ণ নদীর ধারায়,

বেহুলার যাত্রা পথে ইন্দ্রের সভায়।


এ সমুদ্র –

তোমাতেই উৎস

সমাপ্তি তোমাতে।

অঝোর বর্ষণে প্রতিহত আমি শুধু

স্নায়ুতে, মস্তিষ্কে, হৃদয়ে পৌছানো যায়না যায়না।

ভালোবেসে আরো ভালোবেসে

ছোঁয়াতো গেলনা তথাপি কখনো

দীপ্ত স্ফটিক বিন্দু

সে’ অনন্ত জলের গভীরে।

উৎসতম উৎসে

মগ্ন প্রান্তে তার অবস্থান।


অশেষ বর্ষণে আমি প্রতিহত।

প্রতিহত আমি

নিজস্ব নীল অনুভবে।

অনুভবের সারাংশ সীমানায়

এই উপলদ্ধি নিয়ে

শুধু টের পাই

টের পাওয়া নিয়ে

তুমি যেন দূর কত দূর

নিঃশব্দ সুদূর

যেন দূর আরো দূর।

১৯৯০

No comments:

Post a Comment