Tuesday, February 1, 2011

মগ্নতা

আরো অনেক অনেক দূরে
ছায়া যখন ছিট্‌কে যাবে
তখনো খুব নিরেট আমি
অবস্থানে এমনভাবে
থেকেই যাব থাকব বলে।

অনেক স্রোতে স্রোতস্বিনী
দুপার ঘেসে মিষ্টি সুরে
বয়ে গেলেও রয়েই যাব
যেমন আছি ঘুমের ঘোরে
মগ্ন এক শীতল জলে।

No comments:

Post a Comment