সন্ধ্যার জানালা খুলে অন্ধকার হাত
দৃষ্টি নিয়ে ওড়ে
প্রযুক্ত–অর্গল কারো হাতে সন্ধ্যার জানালা
খুলে যায় কারো হাত অস্পর্শিত।
নিথর মেঘের দেহ সচ্ছায়া কম্পিত ভাবি
যে বাতাস মুক্ত হল সন্ধ্যার জানালা
খুলে
তার মৃদু আঘতের তীব্রতায়।
উড়ন্ত সাঁতারে
অধীরতা মেঘের সাড়ায়
সে বাতাস কখনো খোলে কি
যুগপৎ অসংখ্য জানালা
জমাট ছায়ার বদ্ধতায়?
সাধারন সন্ধ্যা আমাদের তবু
খোলে কি অন্ততঃ সেই হাত
উদাসীন চৌকাঠের নিচে কোন
উদাসীন চোখ
কোনো শৃঙ্খলিত জানালায়?
১৯৯০
No comments:
Post a Comment