Friday, February 11, 2011

স্তব্ধ রাতে

স্তব্ধ রাতে

ঐ শ্রী পদের

স্তব ধরাতে

বিশ্রী ছাঁদের।

হেড়ে গলায়

পায়ের ধারক

‘’হ্যারে কে গায়?’-

ছাড়েন ধমক।

স্ফুট হয়

সুর সে গানের

ইস্‌ ফুটো হয়

পর্দা কানের,

‘যন্ত্রনা কই?

কোন দিকে যাই!!

‘যন্ত্র না কি?

মানুষ কোথায়??

ধমকানিতেই

দাস বেচারা

দম না নিতেই

জগৎ ছাড়া।





এই তো রীতি

পোড়ার দেশে,

এই তোরই তিন

কালের শেষে

উচিৎ হল

এমন করা?

উঃ চিত হল

তোর অমন ধারা

সরগরমের

চাদের হাটে

স্বর্গ রামের

চরন পুটে।

No comments:

Post a Comment