Monday, February 21, 2011

অন্তঃসার

দোদুল্যমানতার ভিতরে ঢুকবার অধিকার

সবারই আছে।

তথাপি খেয়াল রাখা ভাল

পেন্ডুলাম ভেঙ্গে যেন

কারও মস্তিষ্ক দ্বিধাবিভক্ত না হয়

অথবা কারও বিঘ্ন না ঘটে

চিরদিনের অভ্যাস

ভোর ছ'টায় ঘুম ভেঙ্গে ওঠাতে।


জোরে দুললে কিন্তু ভাঙ্গবেই

কারন বাতাসটা বেশ কঠিন

তাই

দোদুল্যমানতার ভিতরে বসবাস করবার

অন্তঃসার

কারও আছে কি?

১৯৯০

No comments:

Post a Comment