উত্তরাস্য, চাহনি ফেরাও
অবশ্য অবাচী উন্মূখ বসন্ত মেঘে
জমাট উত্তরাসঙ্গে দেখ স্রোতের তরঙ্গ।
উত্তরাস্য, উত্তুঙ্গ বাতাসে
ভেসে আসে তোমার নদীতে শব
তবু প্রান তবু জীবন স্পন্দন।
উত্তরাস্য, দৃষ্টি জ্বালো।
প্রতীচী রক্তাক্ত, উত্তরাস্য।
প্রতীক্ষার নিস্তব্ধতা ধুলোর কনায়
তোমাদের চোখ খুঁজে সন্ধ্যা কালো
জমে সরে যায় রাতে ঘন রাতে।
মুখোমুখি, উত্তরাস্য,
উত্তরাস্য, মুখোমুখি আমরা আজ।
নিবিষ্ট ভঙ্গিমা খসিয়ে জাগ্রত
তুমি দৃষ্টি ফেরাও, ফেরাও উত্তরাস্য।
১৯৮৯ অক্টোবর
No comments:
Post a Comment