Friday, February 11, 2011

শুদ্ধতা

শুদ্ধতাই মুক্তি;

মুক্তি – সহনীয় দূরত্বে সরণ


দূরত্ব, অর্থাৎ অনপেক্ষ দৃষ্টি।

অনপেক্ষ দৃষ্টির সীমানা আত্মচেতনার ক্ষেত্রাবধি।


চেতনা – অক্ষরা জ্ঞান ।

কোথাও জ্ঞানের অবস্থান-নিরপেক্ষ কোন প্রেম নেই।


প্রেম নেই?- তবে সৃষ্টি নেই।

সৃষ্টির অস্তিত্বহীন আলো নেই;

অনালোক, জৈবজরা – সমার্থক।


অন্ধকারে শুদ্ধি নেই।

অন্ধকারে স্থিতি,

অন্ধকারের অস্তিত্ব আছে;

পরিযায়ীর অনন্ত যাত্রা নেই।


১৯৯০

No comments:

Post a Comment