মৃত পূর্ব পুরুষের লাশের উপর দিয়ে
আমরা চলেছি হেঁটে
একসাথে তবু যেন একা
কালো অন্ধকারে চলেছি সবাই।
কালো কালো মুখ চারধারে
চেনাতো যায় না
যায়না কাউকে চেনা
কেবল আঁধারে জ্বলে ধকধক
উদ্যত হত্যার দৃষ্টি।
এখনো কফিন থেকে
হঠাৎ বাতাস আসে।
বাতাসে আসে রক্তের গন্ধ।
এখনো চলতে পথে
ধূলো ওড়ে।
দেখতে কি পাও
ছিন্ন শুষ্ক দেহ
পিতামহের উড়ছে
ধুলোর মতন?
তারা সব ভেসে গেছে
নিজের রক্তের স্রোতে।
আকাশ জলে বাতাসে।
কারো শরীর মাটি হয়ে ফলে
ধ্রুবতারা হয়ে জ্বলে
কারো চোখের দৃষ্টি।
সেই ধ্রুবতারা লক্ষ্য আমাদের?
এই অন্ধকার তবে?
এই মাটি তবু?
১৯৯০
No comments:
Post a Comment