Thursday, February 24, 2011

নতুন কিছুই সৃষ্ট হয়না

নতুন কিছু সৃষ্ট হয়না,

নতুন কিছুর সৃষ্টি হয়না।

প্রত্ন-প্রাচীরে এক ভঙ্গীমা,

প্রত্ন-প্রাচীরের একই উন্নতি,

সমস্ত অতীত বর্তমান


দেওয়ালে উঠেছে শ্যাওলার ঝাঁপ

দেওয়ালে শ্যাওলা- স্থবির জড়তা

প্রানের অচল ধূসরায়তন।


জমেছে দৃষ্টি চোখের ক্লান্তি

জমেছে জমেছে

প্রাচীন দীঘির সবুজ জলের ঘোলা বদ্ধতা

ইটে শ্যাওলায় ইটের বিভেদে।

প্রতিদিন জমা স্তূপে ভিড়

নিয়ত অগণ্য ইতিহাস খোঁজা

অন্ধ ঝাঁকের জীব।


ঘোলা জল ঘোলা, জল ঘোলা জল


ঘোলা জলে জলে, প্রান খোজে জড়

সচেতনতার মর্গ পতাকা

ফেলে চলে আসি

কিছু রেখে আসি?

ঐতিহ্য কি?


হতাশার শিস বাতাসে বিস্মরণে

বেহুলা মাতিস একসাথে জলে।

ঘোলা জল ঘোলা।

ঈগলের ডানা ঝাপটানো সুখে – তৃতীয় রাইখ -

ওপাশে ফনার উত্তোলন।

কি করে বুজি এ’চোখ?

এই বয়ে চলি এইতো কেবলি

এটুকু বয়েছি এতদিন।


স্থানু বট

সনাতন বট

কিশলয় বট মূহুর্তে মুহুর্তে।

প্রত্ন-প্রাচীরে একই দৃশ্য।


নতুন কিছুই সৃষ্টি হয়না,

নতুন কিছুর সৃষ্টি হয়না।

ইট খসে পড়ে সময়ে সময়ে নিরব দ্বিপ্রহরে

ধ্বসিত অংশ আবদ্ধ বৃত্তে

জ্যামিতি-বন্দী প্রত্ন-প্রাচীর।


জড় ভিত্তিতে পরমৃত শৈবাল

জড় আয়তনে উদ্গত অনুক্ষন

বৃদ্ধ স্থানু, সনাতন বট-

পিতামহ দেখেছিল।

তারও পিতামহ? তারাও তবে?


নতুন কিছুই সৃষ্ট হয়না

নতুন কিছুর সৃষ্টি হয়না।

পুরনো ইট পুরনো রীতিতে খসে ধ্বসে পড়ে

পুরনো জ্যামিতিক বিন্দুতে বিন্দুতে

অতি পুরাতন আয়তবদ্ধে

১৯৯০

No comments:

Post a Comment