Friday, February 11, 2011

চিরদিনের শিকার

শিকারের খোজে পথে শিকারী নেমেছে

খোজা শেষ বহু দিন শব্দ গন্ধ রূপ

স্পর্শ আর স্বাদ;

ধনুকে তুনীরে ঠোকাঠুকি

শিকার স্মরণে সুর আনে

ঘুমাবার সুর।


সুরে স্মৃতি স্মৃতি স্বপ্ন স্বপ্নতীর ওড়ে উড়ে চলে

শিকারে শিকারে

দূরে সেই দূরে... বহু দূরে... যেন

চোখের নাগাল নেই।


শিকারের পালা শেষ ঘুম ভেঙ্গে

নটের পোষাক ম্লান

ক্লান্ত দৃষ্টি পথ ছেড়ে

ছুটেছে অনন্ত শিকারে শিকারী শূন্য তূণ

চিরদিনের শিকার শুরু এবার কেবল

তীরের সন্ধান।


১৯৯৩/১০/০৫

No comments:

Post a Comment