কখনো দেখিনি পুষ্প
অন্ধকারের ভিতর
কেবলি হিংস্র
সরীসৃপের উত্থান হয়।
নিজেদের সব
বীভৎসতা রক্তে ঢেকে
ওরা ভাবে
সমস্ত ব্রহ্মান্ড বুঝি অন্ধকার।
আর
প্রায়শঃ বেরিয়ে এসে
উপরিপৃষ্ঠে বাড়ায় হাত।
উর্দ্ধায়ত তীক্ষ্ণ নখর
তাদের দুহাতে
দিনে দিনে কৃষ্ণ কৃষ্ণতর।
১৯৯১
No comments:
Post a Comment