কিছুই আসেনা
কিছুই মেলেনা
কিছুতে মেলেনা কিছু।
পুরনো ছকের গণ্ডী ভাঙ্গে মেঘ
গভীর নীলের বিষণ্ণতায় নিমগ্ন দিনে।
নীলিমার ঘনত্বের তারতম্যে
আর দেবদূতের মতন সাদা দগ্ধাবশেষ আকাশে
সুদুর একজন, এক চিল উড়ে যেতে
ধরা পড়ে কত ভুল
কত যে বিশাল ভুল
এই ছক,
এই ছকে বেঁধে রাখা
গ্রন্থিত চিন্তার সূত্র।
জমাট মস্তিষ্ক দুর্ভার দুঃসহ অমসৃন সব
অভিজ্ঞতায় আক্রান্ত।
বিশৃংখল জট স্নায়ু প্রবাহ পথে, এখানে সেখানে, ভিতরে।
সংস্থানবিহীন সমুদ্র অনন্ত শুধু আলোড়িত
বিচিত্র ভীষণ উপাদান বুকে।
বিদ্যুতের চমকের মত অভাব তবুও জ্বলজ্বল।
তথাপি নাড়ানি
তবুও নিক্তি
মেশাতে মিশ্রণে এক সমস্বত্ত্ব
অমৃতগন্ধী শব্দিত স্বর
মেলেনা মিললনা আজো।
কিছুই আসেনা যেন
কিছুই মেলেনা যেন
কিছুতেই কিছু যেন।
কেবলি সুদূরে ছেড়া মেঘে ধীরে ধীরে
রক্তমুখ বিষণ্ণ মাতাল সন্ধ্যা
নিশ্ছন্দ –নিস্পন্দ নামে
আচ্ছন্ন রাতের গর্ভে
অন্ধকারে।
১৯৮৯
No comments:
Post a Comment