Wednesday, February 2, 2011

মানুষ কত কি পারে

মানুষ কত কি পারে

চিবিয়ে চিবিয়ে

উদরে ঢুকিয়ে সোজা

জীর্ণ করে নিতে।

আরোতো অনেক কিছু

ভুলে যেতে পারে

ভোলার দরকার হলে

যখন যেমন।

ঘুরে দাড়ালেই চোখে

সোল্লাসিত জয়।

ভুলে না হারালে স্মৃতি -

তা চেতনা হবে।

বিমুখ বিস্মৃতি তবু

দুর্ভার ধারনে

নীলকণ্ঠী দর্শক শুধু

ধূসর এ’ মন।

No comments:

Post a Comment