অনেক কিছুই করতে আমার ইচ্ছে তো নেই
হয়না ইচ্ছে মাড়িয়ে চলতে সহজ রাস্তা
যখন তখন যেখানে অনেক লোকের ভিড়ে
জমাট বাতাস আওয়াজ তোলে না না, না না, না না
এপথ তো নয়-ভুলের শব্দ দু’পায়ে তোমার
এই সোজা পথ তোমার তো নয়
ফিরে আসা যায় সেটাই উপায় তবুও অনেক
ভিড়ের গন্ধে আটকানো শ্বাস পায়না খুঁজে
কোথায় সে পথ হারালো সে কি যেখানে বরং
ঘাসের সবুজ সতেজ বুনুনি পথ ঢেকে দেয়
কেউ কোখা নেই আসবেনা কেউ আমিই প্রথম।
ইচ্ছে তো নেই নিজের সামনে দাড়াবো নিজেই
রক্তের স্রোতে অযথা ক্লান্ত নিজের সাথে
যুদ্ধ নিজের, শ্রান্ত হলাম পথ করে নিতে
ঠেলে ঠেলে ভীড় শির্ণ দুহাতে পথ তবু নেই।
১৯৯০
No comments:
Post a Comment