Tuesday, February 15, 2011

তথাপিও

আমাদের এই উৎসব স্রোতমুখে এক জলাশয়

বান্ধবের আয়োজনে

আপাত লুকানো ফেনিল উদ্যোগ

চন্ডগতি স্রোতের মুখাগ্রে এক

লক্ষ্যের খড়কুটো।


স্রোত শেষে জলাশয়

এই জলাশয় জল

রক্তের ঘনত্ব, চোখের জলের

এবং মৎস্য দেহের সীমান্তবর্তী পরিমাপের

আর

পুর্বাহ্নের অভিমানের স্বাদ নেওয়া

শিশুর চোখের জলের ন্যায় লবণাক্ত।


যে শিশুর বর্ষপ্রজ মেলার শেষ হয় সন্ধ্যা

স্বল্পতার ক্রন্দনে

আমাদেরও সব উৎসব শেষ হ্য়

রক্তগত গভীর যন্ত্রণায়।


তথাপিও,

গতি আক্রান্ত ফেনিল লঘুতার থেকে ক্রমে

ঘনতায় উত্তরণ

জীবনেরই গাঢ়তার, বেদনার মাতৃস্বাক্ষর নয়?

স্রোত মুখে বয়ে যায় উৎসব

উৎসব – শেষ তার জলাশয়ে

তথাপিও? তথাপিও?


১৯৯০

No comments:

Post a Comment