প্রান নেই কোন দুটো হাত জুড়ে |
অনুভব করে |
আমি যে ছুঁয়েছি শীতের প্রহরে |
রক্তপদ্ম পাতা। |
কুয়াশা জড়িয়ে সারাটা বিকেল |
যখন জ্বেলেছে |
মৃত রাত জুড়ে শীতল আগুন |
হলুদ তারায়, |
এক ছোঁয়া শুধু মৃদু তাপ নিয়ে |
ভেজা শাদা হাতে |
সংকেত দেয় - আগামী ভোরের। |
|
জীবনেরা আসে জমে ক্রমাগত |
অনুভব করি এখন দু’হাতে |
অমৃত দহন তপ্ত রক্তে। |
Tuesday, February 1, 2011
অমৃত দহন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment