আকাশ বহুদিন পুরোনো হয়না
চিররাত তার নতুন থাকা চিরদিন তার
সেটাই রীতি।
আমি জানি রীতি মেনে চলা- যে কোন রীতি
গায়ে সেটাই ছাপ, পা বাড়ানো পথে
পুরনো হওয়ার।
অনেক রাতে কোন প্রান্তে
আকাশে দৃষ্টি। চেয়ে দেখি -
সে দাবী রেখায়িত
অবিকল। অযুত শতাব্দী
শেষে চাকা ঘোরা শুরু আবর্তনে।
একই বিন্যাস মেঘে
শতাব্দী আসে
দেখে কি ছিলে?
আকাশ জেনেছো পুরোনো পুরোনো?
নিশ্চল স্থবির?
চোখে চোখে রং জ্বলে নিত্য প্রভায়
মনে হয় তাই
নীলিমা নতুন
বাস্তবে খুব পুরাতন স্বতঃ।।
১৯৯০
No comments:
Post a Comment